শংকরের ‘চৌরঙ্গী’ নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে’র আলোচনা

আপডেট: March 6, 2023 |
back
print news

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে-এর সদস্যরা ৫ মার্চ প্রখ্যাত লেখক শংকরের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ নিয়ে আলোচনা করেন।

ব্র্যাক ব্যাংক-এ বই পাঠে উত্সাহী কর্মকর্তারা এই পাঠক চক্রটির সূচনা করে। এই পাঠক গ্রুপটি সাহিত্যের প্রতি ভালবাসা জাগ্রত করে এবং সহকর্মীদের মধ্যে সহযোগিতা ও সাহিত্য সমালোচনামূলক চিন্তাভাবনাকে উত্সাহিত করে।

এটি ছিল এই পাঠক চক্রের সদস্যদের দ্বিতীয় আলোচনা।

ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষতা এবং কর্মসংস্কৃতির উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে এই রিডিং ক্লাবটি গঠন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন মতে, এই উদ্যোগ সহকর্মীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণা সম্পর্কে গভীর ধারণা অর্জনের সুযোগ দেবে।

প্রতি মাসে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা একটি করে বই পড়েন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এপ্রিলে তারা বাংলাদেশের লেখক আহমেদ ছফার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আলাতচক্র’ পাঠ করবেন এবং পরবর্তী সভায় এটি নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক লিমিটেড ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ২০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২১ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Share Now

এই বিভাগের আরও খবর