শান্ত-হৃদয়ের জুটিতে ফিফটি, জয়ের পথে বাংলাদেশ

আপডেট: March 9, 2023 |
Boishakhinews24.net 144
print news

ইংল্যান্ডের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা দারুণ হয়েছিল। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার পাওয়ার প্লের সৎব্যবহার করে ব্যাট হাতে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। তবে চতুর্থ ও পঞ্চম ওভারে এই দুই ব্যাটারের বিদায়ে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা।

কিন্তু নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তৌহিদ হৃদয়ের ব্যাটে রান তাড়ায় জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। তাদের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যাচ্ছে সাকিব আল হাসানের দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৮ রান করেছে বাংলাদেশ। রনি তালুকদার ১৪ বলে ২১ ও লিটন দাস ১০ বলে ১২ রান করে বিদায় নিয়েছেন। তবে নাজমুল হোসেন শান্ত ২৩ বলে ৪৭ ও অভিষিক্ত তৌহিদ হৃদয় ১৩ বলে ১৭ অপরাজিত থেকে ব্যাট করছেন।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আদিল রশিদের ঘুর্ণি বল ডিফেন্স করতে গিয়ে ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড হয়ে যান দীর্ঘ ৮ বছর পর জাতীয় দলে ফেরা রনি। বিদায়ের আগে চার বাউন্ডারিতে ২১ রান করেন তিনি। এর আগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক ম্যাচেও সাতে নেমে ২২ বলে ২১ রান করেছিলেন রনি। রশিদের করা ওই ওভারেই আউট হতে হতেও বেঁচে গেছেন নাজমুল হোসেন শান্ত। এলিবডব্লিউর সিগন্যাল দিয়েছিলেন আম্পায়ার। পরে রিভিউ নিয়ে শেষ রক্ষা হয়। আল্ট্রাএজে দেখা যায়, গ্লাভস স্পর্শ করেছিল বল।

শান্ত জীবন পেলেও লিটনও বেশিক্ষন স্থায়ী হতে পারেননি। ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্স দেখানো দেশসেরা ব্যাটার লিটন আজ প্রথম টি-টোয়েন্টিতে শুরু থেকেই দর্শনীয় সব শটে ছন্দে ফেরার বার্তা দিচ্ছিলেন। যদিও বেশিক্ষণ বেশিক্ষণ টিকতে পারলেন না। আর্চারকে পুল করতে গিয়ে মিডঅনে ওকসের হাতে ধরা পড়েন। ১০ বলে দুটি চারে লিটন করেন ১২ রান।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ইংলিশ অধিনায়ক জস বাটলারের ৬৭, ফিল সল্টের ৩৮ ও বেন ডাকেটের ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। এছাড়া সাকিব, তাসকিন, মোস্তাফিজ ও নাসুম প্রত্যেকে একটি করে উইকেট পান।

Share Now

এই বিভাগের আরও খবর