গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আপডেট: March 10, 2023 |
Boishakhinews24.net 167
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি:‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’প্রতিপাদ্যে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্য।

শুক্রবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও গুরুদাসপুর দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র্্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

র্্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা হল রুমে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রোকসানা আক্তার লিপি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ ভূমিকম্প, অগ্নি নির্বাপক সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কলাকৌশল নিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে আলোচনা করেন এবং ডিসপ্লের মাধ্যমে তুলে ধরেন।

এ সময় স্কাউটের সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী নানা শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর