ফরিদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আপডেট: March 10, 2023 |
inbound3233536958123259181
print news

তারেকুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জেলায় আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে।

জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ফরিদপুর এর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি শুরু হয়ে নগরীর মূল রাস্তা ধরে ইয়াসিন কলেজে গিয়ে শেষ হয়।

এ সময় ইয়াসিন কলেজে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহ্সান তালুকদার, পিএএ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার ফরিদপুর বক্তব্য প্রদান করেন। তিনি বলেন-‘ প্রতিবছরেই ঝড়, বন্যা-খড়া, জলচ্ছাসসহ বিভিন্ন দুর্যোগ বাংলাদেশে হয়ে থাকে, বর্তমানে আরেকটি দুর্যোগ হলো ভূমিকম্প।

এই দুর্যোগ থেকে বাঁচার জন্য বাংলাদেশের জনগণকে সচেতন ও সতর্ক করার লক্ষে এই প্রস্তুতি দিবস। প্রাকৃতিক দুর্যোগরোধে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচারে গাছ-পালা কাটা থেকে বিরত থাকতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ নিরসনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’ এসময় আরো বক্তব্য রাখেন জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর।

বক্তারা বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরনের। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম।

দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর কর্তৃক দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর