সারাদেশে ভয়াবহ নির্যাতন নিপিড়ন চলছে : মির্জা ফখরুল

আপডেট: March 10, 2023 |
inbound6827433306230283950
print news

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে ভয়াবহ ধরনের নির্যাতন নিপিড়ন চলছে।

এই সরকার ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গিম করেছে। আমরা তাদেরকে খোঁজে পাচ্ছি না। চলমান আন্দোলনে ১৭ জন নেতা প্রাণ দিয়েছেন। শত শত গ্রেফতার হয়েছেন। তার পরেও সরকার আন্দোলন থামাতে পারে নি।

আওয়ামী লীগ সংবিধানকে বার বার কাঁটা ছেড়া করে এটিকে অকার্যকর করে দিয়েছে। সংবিধানের মৌলিক বিষয় গণতান্ত্রিক শাসন ব্যাবস্থাকে সরিয়ে দিয়ে বাকশাল করেছিল।

সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিল। তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছ। দেশে আজ আইনের শাসন নেই, বিচার ব্যাবস্থাকে নিয়ন্ত্রণে নেয়া হয়েছ।

বিদ্যুৎ বিভাগকে চুরির হাতিয়ার হিসেবে নেয়া হয়েছে। দুই মাসে তিন বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। মানুষ দ্রব্যমূল্যে দিশাহারা। ১০ টাকায় চাল খাওয়ানের কথা বলে এখন ৭০ টাকায় মোটা চাল খাওয়াচ্ছে।

ডিম, পোল্ট্রি মোরগের দাম নাগালের বাহিরে। ভাত খেতে না পারলে উন্নয়ন ধুয়ে মানুষ খাবে না কি।

শুক্রবার সকালে নগরীর রেজিস্ট্রারী মাঠে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার উন্নয়নের নামে তিন চারগুন টাকা অতিরিক্ত খরচ করেছে। হাসপাতালে বেড নাই, ঔষধ নাই, ডাক্তার নাই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ ছাত্রলীগের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকারী হিসেব মতে দেশে এখন তিন কোটি বেকার। তারা না কি ঘরে ঘরে চাকুরী দেবে।

নির্বাচন ব্যাবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। ১৮ সালে আগের রাতেই ভোট শেষ করে দিয়েছিল। তারা বর্তমান সংবিধানের অধিনে নির্বাচন করতে চায়। দেশের মানুষ আওয়ামীলীগের অধিনে সুষ্ট নির্বাচন হবে বলে বিশ্বাস করেনা।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী ও সালেহ আহমদ খছরুর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সকাল পৌনে ১১ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন ল সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী।

বিকেলে মহানগরীর ২৭ টি ওয়ার্ডের ১৯১৭ জন ভোটার নিজেদের পরবর্তী নেতৃত্ব ঠিক করবেন।

উল্লেখ্য, কাউন্সিলে তিনটি পদে ৮ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

Share Now

এই বিভাগের আরও খবর