পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রন্তুতি দিবস পালিত

আপডেট: March 10, 2023 |
inbound1580765736193058253
print news

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতিতে সবসময়’ এ প্রতিপাদ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যদের মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে আজ শুক্রবার সকালে এক র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে অগ্নিনির্বাপন ও দূর্যোগ প্রতিরোধে এক মহড়া অনুষ্ঠিত হয়।

অগ্নিকান্ডসহ যে কোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের মহড়া উপস্থাপন করেন পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মশিউর রহমান সহ অন্যান্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর