সীতাকুণ্ডে এবার তুলার গোডাউনে আগুন

আপডেট: March 11, 2023 |
ছবি
print news

চট্টগ্রামের সীতাকুণ্ড যেন আগুন আর বিস্ফোরণের গোলায় পরিণত হয়েছে। একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। বিস্ফোরণের ছয়দিন পর আবার ঘটেছে আগুন লাগার ঘটনা। এবার ছোট কুমিরায় ন্যামসন কন্টেইনার ডিপোর সামনের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল দশটা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত ৬জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর