চালককে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালালো চোর চক্র

আপডেট: March 13, 2023 |

বাগেরহাট প্রতিনিধিঃ চায়ের সাথে চেতনানাশক খাইয়ে চালককে অজ্ঞান করে হাসপাতালে শুইয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়েছে চোর।

সোমবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তার মোড়ে এমন ঘটনা ঘটে। ইজিবাইক চালক শাকিল খান (১৮) উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি গ্রামের চান মিয়া খানের পুত্র।

শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শরণখোলা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শাকিল জানান, তিনি আমড়াগাছিয়া থেকে যাত্রী নিয়ে রায়েন্দা পাঁচরাস্তার মোড়ে এসে নামিয়ে দেন।

এমন সময় দুই ব্যক্তি উপজেলার রাজাপুর গ্রামে যাওয়ার কথা বলে এবং পাশের দোকানে তাকে নিয়ে চা-বিস্কুট খাওয়ান। চা খাওয়ার কিছু সময়ের মধ্যে সে মাথা ঘুরে পড়ে যায়। এসময় ওই যাত্রীদের একজন তাকে হাসপাতালে নিয়ে ডায়রিয়া ওয়ার্ডে রেখে ইজিবাইকের চাবি নিয়ে দ্রুত চলে যায়।

শরণখোলা হাসপাতালের চিকিৎসক তাওহিদুল ইসলাম জানান, ইজিবাইক চালককে চায়ের সাথে চেতনানাশক খাওয়ানো হয়েছে। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কি ধরনের চেতনানাশক খাওয়ানো হয়েছে তা বলা যাবে না।

শরণখোলা থানার ওসি মোঃ ইকরাম হোসেন বলেন, এ ব্যাপারে ইজিবাইক ও মোটরবাইক চালকদের আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে। এরপরও ওই চালক ভুল করেছে। তবে বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে। ইজিবাইক চালক শাকিল সুস্থ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর