শেখ তন্ময়ের জন্য ভোট চাইলেন বাবা শেখ হেলাল

আপডেট: December 10, 2018 |

প্রতীক বরাদ্দের পর বাগেরহাট- ২ (সদর ও কচুয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা ও এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনে ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের জন্য ভোট চেয়ে সমাবেশ ও গণমিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট- ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এমপি শেখ হেলাল উদ্দিন।

আজ সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক পেয়ে তার সমর্থকরা শহরে গণমিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেল রোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই গণমিছিলে হাজার-হাজার নেতাকর্মী ও সমর্থক নৌকা প্রতীকের প্লাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন।

গণমিছিলে প্রার্থী শেখ তন্ময়ের সাথে তার বাবা শেখ হেলাল উদ্দীন ছাড়াও মা শেখ রূপা চৌধুরী, স্ত্রী ইরফা উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেনসহ দলীয় নেতারা অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর