সিংগাইরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট: March 14, 2023 |
Boishakhinews24.net 241
print news

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪ টার দিকে কালিগঙ্গা নদী তীরবর্তী এ প্রকল্পটি পরিদর্শন করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। জমিসহ ঘর পাওয়া আব্দুল হক , বারেক খা, আছিয়া খাতুন ও সুমনা বেগম জেলা প্রশাসকের কাছে তাদের সুবিধা- অসুবিধার কথা তুলে ধরেন।

তবে মাথা গোঁজার ঠাই পেয়ে তারা সন্তষ্টি প্রকাশ করেন। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী অনেকের ওই এলাকায় জীবিকার ব্যবস্থা হয়েছে বলেও জানান তারা।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, এখানে আশ্রয় পাওয়া প্রতিটি পরিবারের সদস্যদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

প্রকল্প এলাকায় একটি মসজিদ ও খেলার মাঠ করা হয়েছে। কমিউনিটি সেন্টারসহ এখানে যা কিছু প্রয়োজন পর্যায়ক্রমে তার ব্যবস্থা করা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ,স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ,কে,এম আব্দুস ছালাম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর