ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন


তারেকুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন (২০২৩_২০২৪) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে অ্যাডভোকেট মোঃ জাহিদ ব্যাপারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৩টায়। এরপর বিকেলে চারটা থেকে শুরু হয় ভোট গণনা। ফলাফল ঘোষণা হয় রাত সাড়ে ১১টার দিকে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন: সহ সভাপতি – অ্যাডভোকেট একেএম আনোয়ার হোসেন (মিল্টন), অর্থ সম্পাদক -অ্যাডভোকেট মুহাম্মদ ইনজামামউল হক মিঠু, প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ), তথ্য, প্রযুক্তি,ও রক্ষনাবেক্ষন সম্পাদক -অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান (মিজান) এবং কার্যকরী সদস্যঃ এ্যাডঃ- সাহেদুল আলম (আরজু)-১৭৭
কার্যকরী সদস্যরা হলেন- অ্যাডভোকেট এনায়েত হোসেন, অ্যাডভোকেট- শরীফা ঠাকুর, অ্যাডভোকেট-মাহমুদ হোসেন (রানা)।
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিতরা হলেন: সহ সভাপতি- মোঃ নুরুল ইসলাম নান্নু, সহ সাধারণ সম্পাদক- মোঃ খসরুল আলম (খসরু), সম্পাদক অডিট – আবু নাঈম জুয়েল, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক – শেখ মতিয়ার রহমান এবং কার্যকরী সদস্য- সামসুন নাহার।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট দীনেশ চন্দ্র দাস। শান্তিপূর্ণভাবে উক্ত নির্বাচনে ৩২০ ভোটারের মধ্যে ৩১৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।