চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: March 15, 2023 |
ছবি 4
print news

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল ১০টায় উপজেলার বানিয়াছড়া এলাকায় গ্রিনলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার দুপুরে চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, আরমান শাকিল ও হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি। তারা বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকার বাসিন্দা।

পরিদর্শক ইমন চৌধুরী জানান, বুধবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের ওই দুই আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর