মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী

আপডেট: March 15, 2023 |
Boishakhinews24.net 251
print news

দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হলেও রাজধানী ঢাকা ছিল বৃষ্টিশূন্য। টানা কয়েক মাস বৃষ্টি না হওয়ায় রাজধানীতে বৃষ্টিপাত ছিল বহুল কাঙ্ক্ষিত। অবশেষে হালকা বৃষ্টিতে ভিজল রাজধানী। এটাই এই মৌসুমে ঢাকায় প্রথম বৃষ্টিপাত।

আজ বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। তবে এর স্থায়িত্ব বেশি সময় ছিল না। এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

এর আগে সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

এদিকে কয়েক দিনের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ১৭ থেকে ২২ মার্চ দেশের সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) সিলেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর