ফরিদপুর সদর উপজেলার ১১ ইউপির নির্বাচন ফলাফল


তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ।
এখানকার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৫৮ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জেলা সদর উপজেলার ১১টি ইউনিয়নে স্বতন্ত্র ৪টিতে এবং আওয়ামিলীগ ৭টিতে বিজয় অর্জন করেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা।
১১টি ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা:
কৃষ্ণনগর ইউনিয়নে একেএম বাশারুল আলম বাদশা (নৌকা), ঈশান গোপালপুর ইউনিয়নে শহীদুল ইসলাম মজনু (নৌকা), কৈজুরী ইউনিয়নে ফকির মো. সিদ্দিকুর রহমান (নৌকা), আলিয়াবাদ ইউনিয়নে ওমর ফারুক ডাবলু (নৌকা), গেরদা ইউনিয়নে শাহ মো. এমার হক (নৌকা), চরমাধবদিয়া ইউনিয়নে তুহিনুর রহমান মণ্ডল (নৌকা), নর্থচ্যানেল ইউনিয়নে মোফাজ্জেল হোসেন (নৌকা), এবং স্বতন্ত্র থেকে মাচ্চর ইউনিয়নে জাহিদ মুন্সী (আনারস), কানাইপুর ইউনিয়নে শাহ মো. আলতাফ হোসেন (মোটরসাইকেল), ডিক্রিরচর ইউনিয়নে মেহেদী হাসান মিন্টু (মোটরসাইকেল), অম্বিকাপুর ইউনিয়ন নুরুল আলম (মোটরসাইকেল) নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১১টি ইউনিয়নে ১১৩টি ভোটকেন্দ্রে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনার জন্য ২২’শ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেছেন। সারাদিন আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো উপস্থিতিও লক্ষ্য করা গেছে। এই ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন ছিল। এছাড়াও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেছেন।
এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সম্পন্ন হয়েছে এই জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করেছেন। এছাড়া নির্বাচন পরবর্তী যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি।