শনিবার থেকে সিলেটে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

আপডেট: March 17, 2023 |
inbound6023961626453606799
print news

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ দল এবার নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে।

শনিবার (১৮ মার্চ) থেকে সিলেটে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। টি-টোয়েন্টির এই সিরিজের টিকিট অনলাইনে কাটতে পারবেন দর্শকরা।

তিন বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা । এতে সিলেটের ক্রীড়ামোদিদের মাঝে বিরাজ করছে উৎসাহ-আমেজ ।

নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চারপাশে সবুজ আর সবুজ। যে সবুজের বেশিরভাগজুড়ে চা বাগান।

দুই পাতা আর এক কুঁড়ির শহর সিলেটের এটাই চিরচেনা দৃশ্য। মাঠের মধ্যে একপাশে একটা টিলামতন। সেই টিলারপাশে গড়ে উঠা মাঠে শনিবার থেকে শুরু হতে যাচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ।

এরই মধ্যে সিরিজ সামনে রেখে সিলেট পৌঁছেছে দুই দল কোচিং স্টাফ ও ম্যাচ অফিশিয়ালরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল তিন ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ।

সিলেটে অনুষ্ঠিত ৩টি ওয়ানডে, চট্টগ্রামে ৩ টি-টোয়েন্টিসহ সব ম্যাচই বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে। মিরপুরে একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায়।

ওয়ানডে দিয়েই দীর্ঘ তিন বছরের বিরতি কাটিয়ে সিলেটে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। কাল থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ওয়ানডে সিরিজকে নিয়ে সিলেটের ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহের কমতি নেই।

ক্রিকেট ভক্তরা জানান, সিলেটের দর্শকদের মধ্যে ক্রিকেট নিয়ে উন্মাদনার কমতি নেই। এর প্রমাণ গত বিপিএল-এ পাওয়া যায়। অন্যান্য স্টেডিয়ামে যখন দর্শক খরা চলছিল তখন সিলেট স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ।

এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সাথে সাথে আরো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের দাবি করেছেন সিলেটের ক্রিকেট ভক্তরা। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও আয়ারল্যান্ডকে সহজভাবে নিচ্ছেন না লাল-সবুজের প্রতিনিধিরা।

Share Now

এই বিভাগের আরও খবর