হারানো মাকে ফিরে পেতে সন্তানের আকুতি

আপডেট: March 17, 2023 |
print news

সকালে হাঁটতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মা সেওয়ান নাহার। মাকে ফিরে পেতে সন্তানের আকুতি যেন হৃদয়বিদারক।

তার বড় ছেলে মনির ইসলাম মনির বলেন, শুক্রবার সকালে নয়টার দিকে মা হাটতে বেড়ানোর পর আর বাড়ি ফেরেননি।তার মা তার বড় ছেলের নাম ছাড়া আর কিছু বলতে পারেন না। যদি কেউ তার মায়ের সন্ধান পান তাহলে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।

তিনি বলেন, মা বেড়োনোর সময় তার পরনে ছিল সবুজ রঙের শাড়ি।তার মায়ের উচ্চতা ৫ ফিট। দেখতে শ্যাম বর্ণের।

কেউ তার মায়ের সন্ধান পেয়ে থাকলে নিম্নের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।
বাসা নং ৩১,রোড ২৫,ব্লক -ডি।ফোন: ০১৭১৪২৭২৩০৮,০১৫৫২৩৩৪৬৭৩

Share Now

এই বিভাগের আরও খবর