রাজধানীর মগবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট


মগবাজার মোড়ে একটি নির্মাণাধীন ভবনে আগুনের ঘটনায় ঘটেছে।
শনিবার (১৮ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা লিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো জানা যায়নি। সংবাদ পেয়ে মাত্র ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দরকার হলে আশেপাশ থেকে আরো কয়েকটি ইউনিট যেতে পারেন।