গুরুদাসপুর উপজেলা ভূমিহীনমুক্ত হচ্ছে

আপডেট: March 20, 2023 |
inbound176953228182738658
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আগামী ২২ মার্চ নাটোরের গুরুদাসপুর উপজেলায় পরিবার ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে।

সোমবার (২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় প্রেস ব্রিফিং এ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গঠনে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

আগামী ২২ মার্চ উপজেলা গুরুদাসপুর উপজেলার ১ম ধাপে ৫০টি,২য় ধাপে ১৩৫টি,৩য় ধাপে ১০৯টি পুনর্বাসিত পরিবারের নিকট জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

এজন্য উপজেলা প্রশাসন খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির উপরে দুই লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে প্রতিটি গৃহ নির্মাণ করেছে।

উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান, উপজেলা প্রশাসনের প্রণীত হালনাগাদ তালিকা অনুযায়ী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারে জন্য সর্বশেষ গুরুদাসপুর উপজেলায় ৩৯৪টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

এসব পরিবারের শিশুদের জন্যে পড়াশুনা ও বিনোদনের ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরকারী কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর