এবার জামিন পেলেন স্বামী রাকিব

আপডেট: March 20, 2023 |
mahi
print news

গাজীপুর প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুই মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার।

সোমবার দুপুর দুইটার দিকে জামিন আবেদন করা হলে শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক নিয়াজ মাখদুম শিবলী তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার।

তিনি বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলাসহ দুটি মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।

গত শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার ৪ ঘণ্টা পর জামিন পান চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই দিন বেলা সাড়ে ১১টায় ওমরা শেষে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তখনো পর্যন্ত মাহির স্বামী রকিব সরকার দেশে না ফিরলেও দুই মামলার মাথায় নিয়ে রবিবার সকাল পৌনে ১০টার দিকে দেশে ফিরেন।

এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্ত্রী মাহি। সেখান থেকে ঢাকায় তার বাসভবনে চলে যান তিনি। এরপর সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ জামিন আবেদন করা হলে বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

Share Now

এই বিভাগের আরও খবর