গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ২০

আপডেট: March 24, 2023 |
inbound9029912078811558564
print news

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের সদর উপজেলার ভোজেরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো. অরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরুতর আহতরা হলেন- দিগন্ত পরিবহনের চালক বাদল মিয়া (৫০), সুপারভাইজার দিলীপ দাস (৪০), মেহরাব পরিবহনের চালক চাঁন মিয়া (৩২), যাত্রী সুনীল রায় (৭০), শিল্পী মণ্ডল (৪৫), তারা মনি তালুকদার (৫০), শোভা ওঝা (৪১), দুলাল মধু (৩২), শিল্পী রানী বিশ্বাস (৩৫)। তাদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মো. অরিফুল হক জানান, মেহরাব পরিবহনের একটি যাত্রীবাহী পয়সারহাট থেকে ছেড়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে দু’টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়েছিল বেশ কিছু যানবাহন। তবে এখন সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর