তারিকের গোলে সিশেলসকে হারাল বাংলাদেশ

আপডেট: March 25, 2023 |
inbound7316616972827821108
print news

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি : সিলেট জেলা স্টেডিয়ামে শনিবার দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে সিশেলসকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।

এতেই বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা স্বস্তির নি:স্বাস পেলেছেন। তিনি চেয়েছিলেন ব্যবধান যাই হোক বাংলাদেশ জয় নিয়ে মাঠ থেকে ফিরুক।

শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই সুন্দর ফুটবল প্রদর্শন করে সিশেলস।

তাদের খেলা দেখে মনেই হয় যে তারা বাংলাদেশ থেকে র‍্যাংকিংয়ে পিছিয়ে রয়েছেন।

ম্যাচের প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ উভয় দেশ। যদিও বাংলাদেশ ম্যাচের ৪২ মিনিটে গোলের দেখা পেয়েছে।

সৌদি আরব ও সিলেট মিলিয়ে প্রায় ১৭ দিনের প্রস্তুতির ছাপ শুরুতে ছিল না জামাল-সোহেল-রাকিবদের খেলায়। শুরুর দশ মিনিটে তিনটি কর্নার পায় বাংলাদেশ।

সোহেল রানার একটি শটও যুৎসই হয়নি। এই মিডফিল্ডারের নিচু ও দুর্বল কর্নারগুলো অনায়াসে ফেরান সিশেলসের ডিফেন্ডাররা।

১৯তম মিনিটে সোহেল রানাকে কাটিয়ে বুলেট দূরপাল্লার শট নিয়েছিলেন ব্র্যান্ডন রশিদ। তবে বল যায় পোস্টের বেশ বাইরে দিয়ে।

ফিফা র‍্যাংকিংয়ের ১৯৯ স্থানে থাকা দলটি প্রথমার্ধে বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি। গোল পোস্টে কেটেছে তার অলস সময়।

ম্যাচের আগেই বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বলেছিলেন কাউন্টার অ্যাটাকে সিশেলস বেশ শক্তিশালি। তেমনটাই দেখা গেল মাঠেও।

৪২ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ফ্রি কিক হেডনিয়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি ব্রেন্ডন মোল।

ফিরতি বল হেড করে লক্ষ্যভেদ করেন তারিক। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে আমিনুর রহমান সজীবের বদলি হিসেবে মাঠে নামেন এলিটা কিংসলে।

দীর্ঘদিন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফরোয়ার্ডের আক্ষেপ এবার পূরণ হলো। ৫৪ মিনিটে জামাল ভূঁইয়ার বদলি হিসেবে মাঠে নামেন মতিন মিয়া।

৬০ মিনিটে নিজের অভিষেক ম্যাচকে রাঙিয়ে তোলার সুযোগ পেয়েছিলেন কিংসলে। সিশেলসের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে কিংসলেকে বল বাড়িয়ে দেন মতিন মিয়া।

তার বাঁ পায়ের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। অল্পেরর জন্য গোল বঞ্চিত হন কিংসলে।

ম্যাচের ৮৭ মিনিটে সিশেলসের ডন ম্যাক্সিমের ফ্রি-কিক ক্রস বারে লেগে ফিরে আসে। ৮৯ মিনিটে দারুন এক গোলের সুযোগ ছিল এলিটা কিংসলের সামনে।

ডি বক্সের বাইর থেকে এই ফরোয়ার্ডের জোরালো শট ঝাঁপিয়ে রক্ষা করেন সিশেলস গোলরক্ষক।

ম্যাচের অতিরিক্ত সময়ে পেরি আর্নেস্টা ফ্রি কিক থেকে বক্সে বল পেয়ে যান সতীর্থ ওয়ারেন। তার হেড সহজেই তালুবন্দী করেন আনিসুর রহমান জিকো।

পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে কাবরেরার শিষ্যরা।

এই জয়ে অনেক চাওয়া পূরণ হলো বাংলাদেশের। এক বছর পর নিজেদের মাঠে খেলতে নেমে দল পেল জয়ের স্বাদ। সবশেষ গত সেপ্টেম্বরে খেলা সবশেষ আন্তর্জাতিক ম্যাচে নেপালের কাছে হারের পর জয়েও ফেরা হলো কাবরেরার দলের।

দ্বিপাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ২৮ মার্চ ফের মুখোমুখি হবে দুই দল।

সিশেলসের বিপক্ষে এই প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ২০২১ সালে শ্রীলঙ্কার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টের প্রথম দেখায় পূর্ব আফ্রিকার দলটির বিপক্ষে ১-১ ড্র করেছিলেন জামাল-জিকোরা।

Share Now

এই বিভাগের আরও খবর