দুমকিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ৯ টার উপজেলা পরিষদ সস্মূখে বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্প স্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তলোন, কুচকাওয়াজও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মরতুজা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, সাংবাদিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, পবিপ্রবি ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচী পালন করেন।