সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার শপথ সজীব ওয়াজেদ জয়ের

আপডেট: March 27, 2023 |
inbound7238653577839360724
print news

মহান স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও মানবিক স্মার্ট রাষ্ট্র গড়ে তুলতে শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার  সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এ আহ্বান জানান তিনি।

ফেসবুকে সজীব ওয়াজেদ জয় লেখেন, আমাদের পূর্বপুরুষরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জন্য উপহার দিয়েছেন এই দেশ, স্বাধীন বাংলাদেশ।

এরপরও দুর্ভাগ্যের কালচক্রে, এই দেশ একসময় শাসন করেছে খোদ স্বাধীনতাবিরোধীরাই। দেশের সমস্ত অর্জনকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল তারা।

কিন্তু সেই দুঃসময় পেরিয়ে এসেছে বাঙালি জাতি। এখন এই দেশের অগ্রগতির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করার আছে বর্তমান প্রজন্মের।

তিনি লেখেন, আসুন আজকে স্বাধীনতা দিবসে শপথ নিই- বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক স্মার্ট রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলবই।

তিনি আরও লেখেন, আজকে বাংলাদেশের নেতৃত্বে আছে স্বাধীনতার পক্ষের শক্তি, সকল সংকট ও বাধা পেরিয়ে দেশের অর্থনীতিকে সমুন্নত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের প্রতিটি অঞ্চলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই স্বাধীনতা এনেছেন, তেমনি অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবশেষে বাংলাদেশের দীর্ঘ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান সজীব ওয়াজেদ জয়।

Share Now

এই বিভাগের আরও খবর