টঙ্গিবাড়ী উপজেলায় বজ্রপাতে এক যুবক নিহত

আপডেট: March 27, 2023 |
inbound5907748839789989788
print news

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

আজ সোমবার (২৭ মার্চ) টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ মার্চ) বিকেল ৫টায় ওই ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নয়াগাঁও গ্রামের মনির হাওলাদারের ছেলে মিজান হোসেন (২৪)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে মিজান ও তার বড় ভাই আল আমিন তাদের বাবার সঙ্গে জমিতে আলু তোলার কাজ করছিল।

এ সময় হঠাৎ করে বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মিজানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিজানের বড় ভাই আল আমিন জানান, কিছু দিন ধরে বৃষ্টি হওয়ায় জমির আলু তুলতে পারছিলাম না। বৃষ্টির পানিতে আলু পচে যাওয়ার ভয়ে বিকেলে আমরা মিজানকে সঙ্গে নিয়ে আলু তুলতে যাই।

এ সময় সেখানেই ভাইটা বাবা আর আমার চোখের সামনে বজ্রপাতে মাটিতে পড়ে গেল।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, রোববার বিকেলে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর