গুরুদাসপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট: March 27, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য অবদান রেখেছেন সেই সব বীর সন্তানদের নাটোরের গুরুদাসপুরে সংবর্ধনা দেওয়া হয়।

গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল কুদ্দুস এমপি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা উপজেলা ভাই চেয়ারম্যান মোঃ আলাল শেখ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার লিপি সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল গুরদাসপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল মতিন প্রমুখ।

এছাড়াও উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত ব্যক্তিবর্গ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে মাঠ বাংলাদেশ বিনির মানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন

Share Now

এই বিভাগের আরও খবর