ববির মেডিকেল সেন্টারে চিকিৎসক নিয়মিত না থাকার অভিযোগ

আপডেট: March 28, 2023 |
inbound5237155880833199481
print news

আসিব হাসান,ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নানা অনিয়মের অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা।

যার মধ্যে চিকিৎসকের অনুপস্থিতি, উদাসীনতা ও শিক্ষার্থীদের সাথে যথাযথ ব্যাবহারের ঘাটতি উল্লেখযোগ্য।

শিক্ষার্থীরা জানান,বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে সেখানে চিকিৎসককে পাওয়া যায় না।এছাড়া তাদের সাথে আন্তরিক আচারণ করেন না দায়িত্বরত চিকিৎসকরা।

আজ মঙ্গলবার সকাল ১১ঃ৪০ ঘটিকায় সৌরভ রাজ নামের একজন শিক্ষার্থী অনেক অসুস্থতা নিয়ে মেডিকেল সেন্টারে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক না থাকায় একজন স্টাফ তাকে জানান “স্যার একটু বাহিরে গিয়েছেন” এবং ১০ মিনিট পরে আসতে বলা হয়।

পরবর্তীতে ২০ মিনিট পরে ১২টার দিকে গেলে জানান ডাক্তার সাহেব তো আসেনি, মেয়র আসবে সেখানে গিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী জানান প্রেশার মাপতে গেলে নিজে নিজেই সব করা লাগে।

বৃহস্পতিবার দুপুরের সময় গিয়ে প্রেশার অনেক কম থাকায় বলেন রবিবার আসতে, তখনও যদি কম থাকলে একটা স্যালাইন দিবে।

কিন্তু রবিবার পর্যন্ত কি তাহলে অসুস্থ অবস্থায় থাকবো?পরে শেরেবাংলা মেডিকেলে গিয়ে চিকিৎসা সেবা নিয়েছি।

এবিষয়ে মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাঃ মো. তানজীন হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন।

আজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান থাকায় কিছু সময়ের জন্য আমি সেখানে ছিলাম।

এসময় সবধরনের অভিযোগ অস্বীকার করে আরো বলেন নিয়মিত তিনি মেডিকেল সেন্টারে থাকেন।

এবিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নয় জানিয়ে বলেন বিষয়টি আমি দেখবো এবং পরবর্তীতে যেন শিক্ষার্থীরা এ ধরনের সমস্যার সম্মুখীন না হয় সেজন্য যথাযথ ব্যাবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর