বাংলাদেশকে হারিয়ে সিরিজ ড্র করলো সিশেলস

আপডেট: March 28, 2023 |
inbound6860980191383959182
print news

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ বনাম সিশেলস এর দুই ম্যাচের সিরিজের আজ মঙ্গলবার শেষ ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলের হারিয়ে সিরিজ ড্র করলো সিশেলস।

প্রথম ম্যাচে এগিয়ে থাকা বাংলাদেশ আজ খেলার প্রথমার্ধে কোন চাপই তৈরি করতে পারেনি প্রতিপক্ষ ফিফা র‍্যাংকিংয়ে ৭ ধাপ নিচে থাকা দেশটির উপর।

ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় টান টান উত্তেজনা। ৬০তম মিনিটে পেনাল্টি পায় সিশেলস। বক্সে সিশেলসের ড্যারিল লুইসকে ফাউল করে বসেন সাদ উদ্দিন।

পেনাল্টি থেকে গোল করেন সিশেলসের ডিফেন্ডার মাইকেল মাসিয়েন। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ডান পায়ের শটে বোকা বানান তিনি।

ম্যাচের ৭৪ মিনিটে বাংলাদেশের পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। তপু বর্মনের শট হাতে লাগে সিশেলসের জুনিনহোর হাতে। তবে পেনাল্টি দেননি রেফারি।

আজকের ম্যাচে বাংলাদেশ যদি আজ সিশেলসকে হারাতে পারলেই বা ”ড্র” করতে পারলেই সিরিজ হতো বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ উলটো হেরে যায় ১-০ গোলে।

সিলেট জেলা স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম স্থানে। সিশেলসের অবস্থান ১৯৯তম স্থানে। অথচ এই দলটির বিপক্ষেই প্রথম ম্যাচে জিততে লড়াই করতে হয়েছিল বাংলাদেশকে।

তারিক কাজীর একমাত্র গোলেই কোনোমতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল জামাল ভুঁইয়ারা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে থাকা দল সিশেলসের দলে নেই কোন পেশাদার ফুটবলার।

কেউ রাজমিস্ত্রী, কেউ ড্রাইভার, কেউ জাহাজের তত্ত্বাবধায়ক। আজও দর্শকশূন্য মাঠে সেই দলটির বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ফারাক বুঝাই যায়নি।

আজ শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। খাদিমনগরের বিকেএসপিতে অনুশীন সেরেছে সিশেলস।

Share Now

এই বিভাগের আরও খবর