শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

আপডেট: March 30, 2023 |
inbound2504013376951254137
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের কাজ করতে বৈদ্যুতিক স্পর্শে তিন শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকার আরমাদা স্পিনিং মিলস্ লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বগারচর গ্রামের মো. মুকুলের ছেলে মো. মনোয়ার (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দিকে এই দুর্ঘটনা ঘটে।

সকাল ৯টা ১০মিনিটে ফায়ার সার্ভিসে তথ্য দেয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিয়াস, পাভেল ও মনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।

কারখানার সহকারী মহাব্যস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম জানান, কারখানার নির্মান কাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজ। তাদের নির্মাণ শ্রমিক মারা গেছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড এলাকায় আরমাদা স্পিনিং মিলস্ লিমিটেডের ভেতর কাজ করছিল শ্রমিকরা।

এসময় কারখানার সংকুচিত জায়গা থেকে একটি রড বের করার কাজ করছিল ওই তিন শ্রমিক।

সংকুচিত জায়গা থেকে রডটি বের করার সময় অসাবধানতা বশত পাশের পল্লী বিদ্যুৎতের ১১হাজার ভোল্টের তারের সাথে স্পর্শ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর