অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গৃহহীণ মমতাজকে ঘর দিয়েছেন যুবলীগ নেতা

আপডেট: March 30, 2023 |
ghor
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের মারিয়ালি কলাবাগান এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিদবা অসহায় গৃহহীণ এক নারী মমতাজ বেগমকে নিজস্ব অর্থায়নে দুই কক্ষের একটি ঘর নির্মাণ করে দিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ।

আজ দুপুরে তিনি গৃহহীণ মমতাজ বেগমের হাতে দুই কক্ষের একটি বসত ঘরের চাবি তুলে দেন।
তিনি বলেন ,আশ্রয় কর্মসূচির অংশ হিসেবে তিনি মহানগরের ৫৭টি ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে গৃহহীণদের ঘর নির্মাণ করে দেবেন।

মমতাজ বেগম জানান ,গত মাসে গ্যাস সিলিন্ডার লিকেস থেকে আগুন লেগে আমার বসত ঘরটি পুড়ে যায়। আমার স্বামী অনেক আগেই মারা গেছে আমার দুই মেয়ে বড় মেয়ে মাথায় সমস্যা ছোট মেয়ের জামাই ঢাকায় থেকে দিনমজুরের কাজ করে আমি বাড়ি বাড়ি আচার বিক্রি করে ঘরটি করেছিলাম ,কিছুদিন আগে আগুনে পুড়ে যায় খবর পেয়ে ঘরটি নিমার্ণ করে দেন রাসেল।ঘর পেয়ে খুব খুশি হয়েছি। ঘরটি নির্মাণ করে আমাদের মাথা গোঁজার একটু ঠাঁই করে দিলেন যুবলীগের নেতা রাসেল। আমি তার মঙ্গল ও শান্তি কামনা করি। এমন নেতা এলাকায় থাকলে এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারবেন।
এ সময় মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর