ঈদের ট্রেনের আগাম টিকেট ৭ এপ্রিল থেকে

আপডেট: March 31, 2023 |
inbound7313249362139661837
print news

আগামী ৭ এপ্রিল থেকে আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। গতকাল বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির দিনতারিখ ও পদ্ধতি জানায়।

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবারই প্রথম ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল মন্ত্রণালয়।

এর পরিপ্রেক্ষিতে সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইনে টিকেট কেনার জন্য যাত্রীদের আগেই নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে হবে।

টিকিট কেনার জন্য রেলওয়ের টিকেটিং ওয়েব পোর্টাল বা Rail Sheba অ্যাপে গিয়ে যেকোনো মোবাইল থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

টিকিট বিক্রির প্রথম দিন ৭ এপ্রিল মিলবে ১৭ এপ্রিলের টিকিট। একইভাবে ৮ এপ্রিলে পাওয়া যাবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল পাওয়া যাবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিলে বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।

Share Now

এই বিভাগের আরও খবর