গাজীপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ১ শিশুর মৃত্যু

আপডেট: March 31, 2023 |
inbound7072449805552084669
print news

মাসুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি:গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার ওয়াল ধসে পড়ে মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করে।

পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে তিনজকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

রাত পৌনে একটায় বৃষ্টির সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় বাদল খানের বাসার সামনে এই দর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

আহতরা হলেন,রুবেল (৩৫) মোছাঃ মুক্তা (১৫),
মোঃ জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পৌনে একটা সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটভাটা সংলগ্ন বাদল খানের বাড়ির সামনে রিপন গার্মেন্টসের মালিক মোঃ ফারুক আহমেদ এর নির্মানাধীন ৫তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু ওয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়।

এসময় ধসে পড়া ওয়ালের নিচ হতে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চার বছের শিশু মুশফিক মারা যায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান,এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর