বগুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

আপডেট: April 2, 2023 |
inbound9008492692442275884
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শহীদ খোকন পার্কে আলী আজম(৫৭) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত আলী আজম বগুড়া সদর উপজেলার বুজরগ বাড়িয়া এলাকার আব্দুস সামাদ সাকিদারের ছেলে।

শনিবার (০১এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে আলী আজমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন জানান,বগুড়া শহীদ খোকন পার্ক থেকে কয়েকজন কলেজ শিক্ষার্থী আলী আজমকে উদ্ধার করে।

পরে তাকে শজিমেক হাসপাতালে নিয়ে আসেন তারা। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলী আজমকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,মৃত আলী আজমের মুখ থেকে গ্যাস জাতীয় ওষুধের গন্ধ আসছিল।

তবে ময়নাতদন্তের শেষেই তার মৃত্যু আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। নিতহের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর