বগুড়ায় ৩০ লক্ষ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৩১৫ গ্রাম হেরোইনসহ মোঃ মিজানুর রহমান(২৫) নামের এক যুবককে গ্রেফতার করে র্যাব।
রোববার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১২ বগুড়া, গোপন সংবাদের ভিত্তি জানতে পারে যে, শহরের চারমাথা মোড়ে এক যুবক নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে বিক্রি করার জন্য অবস্থান করিতেছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল চারমাথা মোড়স্হ চারমাথা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।
এসময় তাকে তল্লাশি করে ৩১৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল, ২টি সীম কাড উদ্ধারসহ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কলিপুর গ্রামের মহিদ্দিনের ছেলে।
রোববার রত ৮ টার দিকে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।
র্যাব-১২ বগুড়া, কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।