প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লিলির ইফতার সামগ্রী বিতরণ

আপডেট: April 3, 2023 |
lili
print news

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

সোমবার বিকালে রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে পাঁচ শত মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গরিব, দুস্থ ও ভাসমান মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। এই রমজানে মাসব্যাপী সারাদেশেই আমাদের এই কার্যক্রম চলছে। ব্যক্তিগত ভাবে আমি ঢাকার বিভিন্ন স্থানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

লিলি আরও জানান, আগামীকাল বিকালে ঢাকার দারুস সালাম থানার সুমি কমিউনিটি সেন্টারেও আমি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেবো।”

Share Now

এই বিভাগের আরও খবর