চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১


কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ইলিয়াস মিয়া (২৪) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিয়াবাজার এলাকায় পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।
দুপুরে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা পিকআপটির চালক ঘুমন্ত অবস্থায় কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
এতে পিকআপভ্যান চালক ইলিয়াস মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে।’