শক্তিশালী ভূমিকম্পের আঘাত ইন্দোনেশিয়ায়

আপডেট: April 4, 2023 |
ছবি 16
print news

ইন্দোনেশিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৩ এপ্রিল) দেশটির পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপের নিয়াস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। খবর স্ট্রেইট টাইমসের।

প্রতিবেদন মতে, স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। গভীরতা ৮৪ কিলোমিটার (৫২ মাইল)। বড় ধরণের ভূমিকম্প হলেও সুনামির সতর্কতা নেই। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর সুমাত্রার পাদাং সিডেম্পুয়ান শহরের দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক এজেন্সি বলছে, ‘ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে ভূমিকম্পের কাছাকাছি থাকা এলাকাগুলো বাসিন্দাদের সম্ভাব্য আফটার শক থেকে সতর্ক থাকতে হবে।’

ভৌগলিক অবস্থার কারণে ইন্দোনেশিয়া একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এই দেশে সুনামির ঘটনাতে ব্যাপক প্রাণহানি হওয়ার নজিরও রয়েছে।

গত বছরের নভেম্বর মাসে দেশটির ওয়েস্ট জাভা অঞ্চলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে ৬০২ জন নিহত হন।

Share Now

এই বিভাগের আরও খবর