ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আলতাফ হুসাইন

আপডেট: April 4, 2023 |
DMD ALTAF sir 01
print news

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (বিনিয়োগ) এর দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

ব্যাংকে যোগদানের আগে ব্র্যাক, মাইডাস, এসইডিএফ ও গ্রামীণ ফান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ ২০ বছর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি এফবিসিসিআই, বিবিটিএ, বিআইবিএম, এফএডি, এসইডিএফ, আইসিসিবি, আইএফসি, ডিসিসিআই, সিআরআইএসএলসহ দেশ-বিদেশের স্বনামধন্য সংস্থা কর্তৃক আয়োজিত বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এছাড়াও ব্যাংকিং এবং অর্থনীতির উপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে ভারত, মালেশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর করেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর