ফরিদপুরে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রাইভেটকার-ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।
মঙ্গলবার দুপুরে ওই দুই ব্যক্তিকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন- জেলার মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মো. জসিম বিশ্বাস (৩২) ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লা পাড়াগ্রামের মো. শাহিন শেখ (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ২৫৬ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেট কার, ৪টি মুঠোফোন, ৬ টি সিম এবং ৬৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুর র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানে সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফরিদপুরেট মধুখালীর মরিচ বাজার এলপিজি পাম্প এলাকায় মাদকের একটি চালান নিয়ে আসছে মাদককারবারীরা। ওই তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানে মাঝকান্দি মোড়ে ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ ওই দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, এ ব্যাপারে মধুখালী থানায় র্যাব বাদী হয়ে মঙ্গলবার সকালে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।