ভারতে স্কুলে বন্ধুকধারীর হামলা, দুই শিক্ষকসহ গুলিবিদ্ধ ৩
আপডেট: December 19, 2018
|
ভারতে স্কুলে ঢুকে গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে দুই শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৯ ডিসেম্বর) সকালের ভারতের উত্তরবঙ্গের জেলা কোচবিহারের গীতালদহের একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই শিক্ষক হলেন, মজনু হোক এবং মনোয়ার হোসেন। গুলিবিদ্ধ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্রের খবর, রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই হামলা চালানো হয়েছে। গুলিবিদ্ধ দুই শিক্ষক তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচিত। আহত সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।