নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট: April 7, 2023 |
inbound2778166085509316847
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) নারী নিহত হয়েছে।

শুক্রবার (০৭ এপ্রিল) উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিনে মন্ডলপাড়া ২৩৬ নং রেল ব্রীজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে স্থানীয় লোকজন বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিনে মন্ডলপাড়া ২৩৬ নং রেল ব্রীজের ওপর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে তারা সান্তারহার রেল পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়না তদন্ত করে মরদেহটি পরিচয় সনাক্ত না হওয়া পর্যন্ত তাদেও হেফাজতে রাখা হবে। পরিচয় সনাক্ত না হলে আইনি প্রক্রিয়া শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

ওসি আরো বলেন, আজ শুক্রবার ঢাকাগামি পঞ্চগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে

Share Now

এই বিভাগের আরও খবর