নিজের নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলতে বললেন মাশরাফি

আপডেট: December 20, 2018 |
print news

নির্বাচনী প্রচারে আচরণবিধির লঙ্ঘন হবে বলে দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।

আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং মাশরাফির নির্বাচনী প্রচারের সমন্বয়ক সৌমেন বসু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আর তার নির্দেশনা পাওয়ার পর বুধবার সকাল থেকে দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে নির্বাচনী পোস্টার অপসারণে মাঠে নেমেছেন দলীয় কর্মী-সমর্থকরা।

আগামী সপ্তাহ থেকে মাশরাফি নির্বাচনী প্রচারে নিয়মিত হবেন জানিয়ে সৌমেন বসু বলেন, আজ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নড়াইলের লোহাগড়া উপজেলার জনসাধারণের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। ওই সময় দলীয় প্রধানের সঙ্গে থাকবেন মাশরাফি।

Share Now

এই বিভাগের আরও খবর