ঈদে যেকোনো প্রয়োজনে ৯৯৯-এর সহায়তা নিন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট: April 13, 2023 |
Boishakhinews24.net 201
print news

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে যে কোন জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে ৯৯৯ নম্বরে ফোন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

৯৯৯ জরুরি সেবা পুলিশ পরিচালিত একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে দেশের নাগরিকদের জরুরি সেবা দেয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয়।

সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা চালু রয়েছে এই সেবা। যে কোন ল্যান্ডফোন বা মোবাইল নাম্বার থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে বাংলাদেশের নাগরিকরা জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্স সেবা পাবেন।- বাসস

Share Now

এই বিভাগের আরও খবর