বীরগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট: April 14, 2023 |

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে বৈশাখী র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. ওসমান গনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ন, উপজেলা তথ্য ও প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগামার আফসানা হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। শেষে শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নানা শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর