জেলা প্রশাসনের আয়োজনে সিলেটে মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন

আপডেট: April 14, 2023 |

সিলেট প্রতিনিধি : আজ পয়লা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, বাংলা নববর্ষ। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আরেক বছরে পর্দাপণ করেছে বাঙালি।

নতুন বছর শুরুর এ দিনটি বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদেশের ন্যায় সিলেটেও নানা আয়োজনে চলছে বাঙ্গালির বর্ষবরণ।

শুক্রবার দিনের শুরুতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে আলোকে ধরে রাখার প্রত্যাশায় সিলেটে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে সিলেটের জেলা প্রশাসন।

শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের পদস্ত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

শোভাযাত্রাটি সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।

এদিকে, দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে বাঙলা নতুন বছরকে উদযাপন করছে।

Share Now

এই বিভাগের আরও খবর