গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন

আপডেট: April 17, 2023 |
inbound2630292632097277063
print news

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি’র ৯১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেয়া হয় বলে জাতীয় পার্টি সূত্রে জানা গেছে।

এ কমিটির আহবায়ক জাতীয় পার্টি’র সাবেক কয়েকবারের নির্বাচিত এমপি মরহুম ড. টি আই এম ফজলে রাব্বি চৌধুরীর পুত্র প্রকৌশলী মইনুর রাব্বী চৌধুরী (রুমান)।

যুগ্ম আহবায়ক হয়েছেন, আলহাজ্ব মমতাজ আলী মাস্টার।
যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন যথাক্রমে, মো. হাসান কবির তোতা, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি মো. রবিউল হোসেন পাতা ও মো. আবু ফরহাদ মন্ডল।

সদস্য সচিব পদ পেয়েছেন, জিল্লুর রহমান খাজা।

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশীদ সরকার ও জেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব সাবেক ছাত্র ও যুব নেতা সরওয়ার হোসেন শাহীন কর্তৃক স্বাক্ষরিত পত্রে এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয় সূত্রে প্রকাশ।

পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টি’র নব নির্বাচিত আহবায়ক প্রকৌশলী মইনুর রাব্বি চৌধুরী রুমান ও জিল্লুর রহমান খাজাকে সদস্য সচিব করে ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার ৯১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদনের বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান গাইবান্ধা জেলা জাতীয় পার্টি।

inbound6518727248466000244

পলাশবাড়ী উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে নতুন আহবায়ক কমিটি সহ সর্বস্তরের জন সাধারণকে শুভেচ্ছা, অভিনন্দন জানান এবং দোয়া, আশির্বাদ সহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন নব নির্বাচিত কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব সহ সকল সদস্যবৃন্দ।

inbound7144435798524876158

inbound4615870055818875741

inbound7103364853826794115

Share Now

এই বিভাগের আরও খবর