সি এন জি চালিত বেবিট্যাক্সিতে সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৫

আপডেট: April 24, 2023 |
Boishakhinews24.net 326
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: সিএনজি চালিত বেবিট্যাক্সিতে সিলিন্ডার বিস্ফারিত হয়ে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হয়েছেন। চট্টগ্রামের শাহ আমানত নতুন ব্রিজ এলাকায় অদ্য দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সূত্র: দৈনিক পূর্বকোণ।

অগ্নিদগ্ধরা হলেন, কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক।তিনি বলেন, ‘দুপুরে শাহ আমানত ব্রিজ এলাকায় একটি সিএনজি বেবিট্যাক্সির গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের ৫ জন অগ্নিদগ্ধ হয়। দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে’।

Share Now

এই বিভাগের আরও খবর