বাগাতিপাড়ায় ১০৫ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা

আপডেট: April 25, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ১০৫ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে গ্রামবাসী।

রোববার সন্ধ্যায় এক টাকার চায়ের জন্য খ্যাতি অর্জনকারী নওপাড়া গ্রামের গ্রামবাসী এই সম্মাননা দিয়েছে। স্থানীয় ঈদগাহ মাঠে নওপাড়া যুব সমাজের ব্যানারে এই সম্মাননার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, দীর্ঘ ১১ বছর ধরে ঈদ পূনর্মিলনীতে মেধা বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ে পড়–য়া ওই একটি গ্রামের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধা তালিকায় কৃতিত্বের সাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং গ্রামবাসীদের অর্থায়নে তাদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

এদিকে একই অনুষ্ঠানে বিভিন্ন বয়সীদের নানা রকমের খেলাধূলায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আলম মাসুম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

বাগাতিপাড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সমাজসেবক আবু বকর সিদ্দিক, মনিরুল ইসলাম, মাদরাসা সুপার সামসুল আরেফিন, আব্দুল আলিম, আওয়ামীলীগ নেতা হায়দার মুন্সী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রেজাউল করিম, নওপাড়া যুব সমাজের সজিব ইমরান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর