সিংগাইরে বিয়ের প্রলোভনে তিন সন্তানের জননীকে ধর্ষণ

আপডেট: April 27, 2023 |
inbound4614532710548044822
print news

সোহরাব হোসেন,সিংগাইর প্রতিনিধি : বিয়ের প্রলোভনে ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, সোমবার (২৪ এপ্রিল) ভিকটিম বাদী হয়ে মানিকগঞ্জের সিংগাইর থানায় ঘটনার মূল হোতা আরিফ হোসেনসহ তার মা-বাবাকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নেয়া হয়নি।

গত ১৯ এপ্রিল ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল সরকারপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র আরিফ হোসেন(৩০)সন্ধ্যার পর তার নিজ বাড়ীতে নিয়ে যায়।

ওই রাতে একাধিকবার তাকে ধর্ষণ করে। ভোর রাতে বিষয়টি টের পেয়ে আরিফের বাবা আব্দুল করিম ও মা আফরোজা ভিকটিমকে মারধর করে তাড়িয়ে দেন।

সকালে ভিকটিম ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভকে অবগত করলে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।

ভিকটিম বলেন, থানায় লিখিত অভিযোগ দেয়ার ৩/৪দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা না নিয়ে উল্টো গভীর রাতে তদন্তের নামে আমাকে হয়রানি করছেন।

থানা পুলিশ আইনগত কোনো ব্যবস্থা না নেয়ায় অভিযোগকারী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

যথাযথ আইনি সহায়তা না পেলে তিনি আত্মহননের পথ বেছে নেবেন বলেও ঘোষনা দেন।

সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ বলেন, ভিকটিম আমার কাছে এসেছিলেন আমি তাকে আইনের আশ্রয় নেয়ার কথা বলেছি।

অভিযুক্ত আরিফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওই রাতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুল আমীন ভিকটিমকে হয়রানির কথা অস্বীকার করে বলেন, আমি বাদীকে সাক্ষী প্রমাণ হাজির রাখতে বলেছি।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর