রাজাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: April 27, 2023 |
inbound7375653150954698270
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের তিনজন এ প্লাস শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৩ সালের ২৪জন এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহজাহান মোল্লা, আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ রিপন, সহকারী শিক্ষক মো. বসির, ৩৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সুমন প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বপ্নের আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাঈম, শিক্ষক মো. সুলতান মোল্লা, মো. দুলাল তালুকদার সহ আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২২ সালে আনোয়ারা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে তিন জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহার হলো, মোসা সুমাইয়া আক্তার, মোসা নিশাত আক্তার, মোসা মাইশা আক্তার।

Share Now

এই বিভাগের আরও খবর