ধান কেটে প্রশংসা কুড়াচ্ছে ছাত্রলীগের মৈত্রী-বাঁধন

আপডেট: April 28, 2023 |

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের আহ্বানে গত কয়েকদিন ধরেই সারাদেশব্যপী ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শীর্ষ নেতাদের এমন আহ্বানে সাড়া দিয়ে ‘ধানকাটা’ কর্মসূচিতে ছাত্রলীগের ছেলেদের পাশাপাশি মাঠে নেমেছেন মেয়েরাও। তাদের ধান কাটার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এবার নিজেরাই ধান কেটে, আঁটি বেঁধে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের মৈত্রী বাড়ৈ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগের নারী কর্মী নুসরাত জাহান বাঁধন। শুধু তাই নয় কৃষকদের খাবার দিয়েও সহায়তা করছেন তারা।

জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাঠে পাকা ধান নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন অসহায় কৃষক চিত্তরঞ্জন।  আজ শুক্রবার সকাল থেকে সেই ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের মৈত্রী বাড়ৈ।

তিনি জানান, অসহায় কৃষক চিত্তরঞ্জন ধান কাটার জন্য দিনমজুর না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। তখন আমরা ৬/৭ জন ছাত্রলীগ নেতা কর্মী সকাল থেকেই ধান কেটে দেই। কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে আমরা ওই চাষিদের পাশে দাঁড়িয়েছি। পুরো বোরো মৌসুমে আমরা এ কর্মসূচি অব্যাহত রাখব। দেশের যেকোনো দুর্যোগ এবং যেকোনো ইস্যুতে ছাত্রলীগ সবসময়ই পাশে থাকবে।

এ দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পারুলিয়া গ্রামের এক কৃষকের জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দেন বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগ কর্মী নুসরাত জাহান বাঁধন।

তিনি বলেন, সকাল থেকে আমরা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীরা সারাদিন কৃষকদের সাথে ধান কেটেছি। শ্রমিক সংকটে কৃষক বেশ চিন্তিত ছিল। তাদের পাশে থাকতে পেরে আমরা বেশ আনন্দিত। এভাবে সারাদেশে অসহায় কৃষকের ধান কেটে দিলে অনেক তারাও উপকৃত হবে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহ্বান দেশজুড়ে যেন এক উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকরা।

Share Now

এই বিভাগের আরও খবর